আগামী বছর ইজতেমা শুরু ১২ জানুয়ারি

টঙ্গীর তুরাগতীরে আগামী বছরের ১২ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে।

আবুল হোসেন গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 07:48 AM
Updated : 22 Jan 2017, 08:19 AM

আয়োজক কমিটির মুরব্বি মো. গিয়াস উদ্দিন জানান, ইজতেমার দেশি-বিদেশি সংগঠকরা বৃহস্পতিবার ইজতেমা ময়দানে এক বৈঠকে এ তারিখ ঠিক করেন।

প্রথম পর্ব শেষে ১৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। তিনদিন করে প্রতিটি পর্বই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

এবারের মত আগামী বছরও দুই পর্বে দেশের ৩২টি জেলার মুসল্লিরা (জামাতবদ্ধ তাবলিগ সদস্যরা) ইজতেমায় অংশ নেবেন বলে গিয়াস উদ্দিন জানান।

বৈঠকে জোড় ইজতেমার তারিখও ঠিক করা হয়েছে। সাধারণত বিশ্ব ইজতেমার অন্তত ৪০ দিন আগে জোড় ইজতেমা হয়। এ বছর ১৭ নভেম্বর পাঁচ দিনের ওই জোড় ইজতেমা শুরু হবে বলে জানান তিনি। 

প্রতি বছরের শুরুতে তুরাগতীরে বিশ্ব ইজতেমায় কয়েক লাখ মুসলমানের সমাগম ঘটে। আখেরি মোনাজাতের দিন এ সংখ্যা ইজতেমা ময়দানের ধারণক্ষমতার কয়েকগুণ বেশি হয় বলে চাপ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমার আয়োজন করা হচ্ছে।