কালীগঞ্জে প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2017, 12:45 PM
Updated : 21 Jan 2017, 12:50 PM

শুক্রবার রাতে উপজেলার বড়গাঁও বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি নেপাল বাবু বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন মন্দিরে প্রবেশ করে সাতটি প্রতিমার হাত, পা ও মাথা ভেঙে ফেলে। পরে তারা প্রতিমার গায়ে থাকা কাপড়ে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

আগুন দেখে বাজারে নিরাপত্তা প্রহরী এগিয়ে এলে তারা পালিয়ে যায় বলে জানান তিনি।

খবর পেয়ে সকালে কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রণয় কুমার দাস, কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে মন্দির ও বাজার কমিটি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, মন্দির ও পাশের বাজারের জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার জের ধরে এধরনের ঘটনা ঘটে থাকতে পারে।

এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার এএসআই মো. হুমায়ুন কবির।