টঙ্গীতে আগুন লেগে পুড়ে গেছে বস্তি ও ঝুটের গুদাম

গাজীপুরের টঙ্গীতে আগুন লেগে শ্রমিক বস্তি ও ঝুটের গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2017, 10:49 AM
Updated : 21 Jan 2017, 11:19 AM

শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় পৌনে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান।

এ সময় আগুনে টঙ্গী ফায়ার স্টেশনের এক ফায়ারম্যান আহত হয়েছেন।

আখতারুজ্জামান বলেন, নামাবাজার এলাকায় একটি ঝুটের গুদামে প্রথম আগুন লাগে। পরে তা পাশের কয়েকটি বস্তি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর, ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে বেলা দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বস্তির ছোট ছোট শতাধিক ঘর ও ঝুটের গুদাম এবং মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ারম্যান মো. দিদারুল ইসলাম আহত হয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিভাবে জানাতে পারেননি তিনি।