কুমিল্লায় পুড়ল দেড় শতাধিক দোকান

কুমিল্লার লাকসাম বাজারে অগ্নিকাণ্ডে দেড় শতাধিক দোকান মালপত্রসহ পুড়ে গেছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2017, 03:10 AM
Updated : 21 Jan 2017, 03:10 AM

জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফরিদ আহমেদ জানান, শুক্রবার রাত সোয়া ১১টায় লাকসাম বাজারের মনোহরিপট্টির একটি দোকানে আগুন লাগে।

পরে মনোহরিপট্টির অন্যান্য দোকানসহ পাশের স্বর্ণপট্টি ও কাপড়পট্টির দোকান, রেস্তোরাঁ ও একটি তেলকলে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরিদ বলেন, আগুন লাগার খবর পেয়ে নোয়াখালী, চাঁদপুর ও কুমিল্লা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় প্রায় চার ঘণ্টার চেয়ষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনে দেড় শতাধিক দোকান মালপত্রসহ পুড়ে যায়।”

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের কারণ অনুসন্ধান করছেন বলে তিনি জানান।

স্থানীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলাম, লাকসামের মেয়র আবুল খায়ের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।