বিশ্ব ইজতেমা: শতাধিক মিয়ানমার নাগরিককে ফিরিয়ে দিল পুলিশ

মিয়ানমারের ১৩০ নাগরিককে বিশ্ব ইজতেমায় ঢুকতে দেয়নি পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2017, 02:00 PM
Updated : 20 Jan 2017, 02:00 PM

শুক্রবার এক সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ এ কথা জানান।

টঙ্গীর তুরাগতীরে শুক্রবার শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। যেখানে দেশ-বিদেশের কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে। যা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হবে।

এসপি হারুন বলেন, “কক্সবাজার থেকে সাধারণ লোকজনের সঙ্গে মিশে ১৩০ জন মিয়ানমার নাগরিক বিশ্ব ইজতেমা আসেন। তারা বিদেশি নিবাসে অবস্থান নিতে চাইলে তাদেরকে অনুমতি না দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।”

তবে তাদেরকে আটক করা হয়নি বলে জানান তিনি।

বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দীন জানান, শুক্রবার বাদ ফজর ভারতের মওলানা মো. শামীমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তার বয়ানটি বাংলায় তরজমা করেন বাংলাদেশের নূরুর রহমান।

তবে ভারতের মওলানা মুহাম্মদ সাদ বিশ্ব ইজতেমা ময়দানের জুমার নামাজে ইমামতি করেন বলে জানান তিনি।