শত বছরে লাউয়াছড়া বন

সংরক্ষিত বন হিসেবে মৌলভীবাজারের বন্যপ্রাণী অভয়াশ্রম লাউয়াছড়া বনের বয়স ১০০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বন বিভাগ।

বিকুল চক্রবর্তী মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2017, 11:32 AM
Updated : 20 Jan 2017, 11:32 AM

সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দো জানান, ১৯১৭ সালের ২০ জানুয়ারি তৎকালীন আসাম সরকারের বন বিভাগ একে সংরক্ষিত বন ঘোষণা করে। সেই হিসেবে শত বছর পূর্ণ হয়েছে ২০ জানুয়ারি।

এ উপলক্ষে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে - বন্যপ্রাণী অবমুক্ত করা, চারা রোপণ, আলোচনা সভা, শোভাযাত্রা প্রভৃতি।

বনের ভেতর লাউয়াছড়া রেস্ট হাউস এলাকায় এসব কর্মসূচিতে অংশ নেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হক, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

লাউয়াছড়ার আয়তন ১২৫০ হেক্টর। এর আগের নাম পশ্চিম ভানুগাছ রিজার্ভ ফরেস্ট। ১৯৭৪ সালের বন্যপ্রাণী আইন অনুযায়ী ১৯৯৬ সালের ৭ জুলাই একে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়।