ছুটির দিনে গৃহবধূসহ তিনজনের ঝুলন্ত লাশ

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এক গৃহবধূসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2017, 10:54 AM
Updated : 20 Jan 2017, 10:54 AM

এদের মধ্যে একজন পবিরারের সঙ্গে রাগ করে কয়েকদিন ধরে নিখোঁজ ও একজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:

বরগুনা

স্থানীয়দের দেওয়া খবরে শুক্রবার বেলা ১ টার দিকে বরগুনা পৌরসভার কালিবাড়ি এলাকা থেকে পা বাঁধা অবস্থায় শংকর চন্দ্র রায়ের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মৃত শংকর চন্দ্র রায় ওই এলাকার সুনীল চন্দ্র রায়ের ছেলে। তার লাশ বরগুনা থানায় রয়েছে।

পরিবারের বরাত দিয়ে বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন বলেন, “তিন মাস আগে শংকরের মা মারা গেছেন। কয়েকদিন আগে শংকরের সঙ্গে তার বাবার ঝগড়া হয়েছিল। এরপর থেকে বাবা-ছেলে দুজনই নিখোঁজ ছিলো।”

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

শেরপুর

শেরপুরের শ্রীবরদী উপজেলার বারারচর গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মমিন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

মমিন জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ার চর উত্তর পাড়া গ্রামের প্রয়াত সমেজ আলীর ছেলে। 

শ্রীবরদী থানার ওসি এস আলম জানান, শুক্রবার দুপুরে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

“মমিন আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।”

এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে জানান তিনি।

গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে রিক্তা বেগম (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রিক্তা উপজেলার ছোট বাহিরবাগ গ্রামের ফেরদাউস শরীফের স্ত্রী। তার লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে রয়েছে ।

নিহতের চাচাত ভাই আবুল হাসানের অভিযোগ, ফেরদাউস শরীফ মাদকাসক্ত। তিনি পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করা করেছে।

ঘটনার পর থেকে ফেরদাউস পলাতক বলে জানিয়েছে পুলিশ

উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. হাদী আব্দুল্লাহ বলেন, স্থানীয়দের দেওয়া খবরে শুক্রবার ভোরে একটি তালাবদ্ধ কক্ষ থেকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেন -তিনি।