ময়মনসিংহে নারী ইউপি সদস্য ‘লাঞ্ছিত’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত এক নারী সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে যুবলীগ নেতার বিরুদ্ধে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 03:49 PM
Updated : 19 Jan 2017, 03:49 PM

উপজেলার ৯ নম্বর উচাখিলা ইউনিয়নের সংরক্ষিত (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) নারী সদস্য শাহানাজ আত্তারের অভিযোগের পর ঘটনা তদন্তে উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার জানান।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন উচাখিলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক।

শাহানাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার ইউনিয়ন পরিষদের এক সভা শেষে আমি অন্য সদস্যদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় আমাকে গালাগাল দেন যুবলীগ নেতা আজিজুল হক। গালগাল দেওয়ার কারণ জানতে চাইলে আমাকে মারতে আসেন এবং আবারও গালাগাল দেন।”

এ ঘটনার বিচার চেয়ে ইউএনও বরাবর বৃহস্পতিবার বিকালে লিখিত অভিযোগ দেওয়া হয় বলে জানান শাহানাজ।

যুবলীগ নেতা আজিজুল বলেন, “সংরক্ষিত নারী ইউপি সদস্যের আমার কথা কাটাকাটি হয়েছে। তাকে কোনভাবে লাঞ্ছিত করা হয়নি।”

কী বিষয়ে তাদের মধ্যে ‘কথা কাটাকাটি’ তা নিয়ে কিছু জানান নি তিনি।

ঈশ্বরগঞ্জের ইউএনও রাজীব কুমার বলেন, ‘লাঞ্ছিতের’ ঘটনা তদন্তে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিতুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাত কার্য দিবসের মধ্যে তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।