সিরাজগঞ্জে স্কুলের টয়লেটে নতুন বই

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ের টয়লেটে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির শতাধিক নতুন বই ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 05:56 AM
Updated : 19 Jan 2017, 05:56 AM

ঘুড়কা আদর্শ উচ্চবিদ্যালয়ের টয়লেটের এসব বইয়ের ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংবাদিকদের নজরে আসে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টয়লেটে রাখা নতুন বইয়ের ভাইরাল হওয়া ছবিগুলো ফেইসবুকে দেখেছি।

“এটা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক ঘটনা। সরকারিভাবে বিনামূল্যে বিতরণের বই সংরক্ষণ করা শিক্ষকদের দায়িত্ব। এক্ষেত্রে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল চন্দ্র দায়িত্ব অবহেলা করেছেন।”

তবে প্রধান শিক্ষক বকুলচন্দ্র বলছেন, নতুন বই উত্তোলনের পর অধিকাংশই শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। বাকি বইগুলো জানুয়ারি মাসজুড়ে বিতরণ অব্যাহত থাকবে।

“বিদ্যালয়ে বই রাখার জায়গা না থাকায় টয়লেটের আঙ্গিনায় রাখা হয়েছে। এছাড়া কোনো উপায় ছিল না।”

এর আগে এই প্রধান শিক্ষককের দায়িত্বে অবহেলার কারণে দুই ছাত্রী শিক্ষক কর্তৃক শ্লীলতাহানির শিকার হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ইউএনও ইকবাল বলেন, “শ্লীলতাহানির দুটি ঘটনাই প্রধান শিক্ষক ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আমি দায়িত্ব গ্রহণের পর যে ঘটনাটি ঘটেছে সেটাতে যথাযথ পদক্ষেপ নেওয়ায় মামলা হয়েছে।”