কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কুষ্টিয়া সদর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 02:36 AM
Updated : 19 Jan 2017, 03:22 AM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের আলামপুরে বুধবার রাত দেড়টার দিকে এই বন্দুকযুদ্ধ হয়।

নিহত আমিরুল ইসলাম আমির (৪২) সিরাজ বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড বলে পুলিশের ভাষ্য।

ওসি সাব্বিরুল বলছেন, আলামপুরে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেওয়া হয়েছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়।

“ডাকাতদল পুলিশের ওপর গুলি বর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের এই বন্দুকযুদ্ধের মুখে ডাকাতদল টিকতে না পেরে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সন্ত্রাসী সিরাজ বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড আমিরের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে।”

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুকসহ কয়েকটি গুলি, গুলির খোসা, ধারালো অস্ত্র ও একটি করাত উদ্ধার করেছে বলে জানান ওসি সাব্বিরুল।

লাশ কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।