খুলনায় পাট গুদামে অগ্নিকাণ্ড

খুলনা নগরীর আড়ংঘাটায় একটি পাটের গুদামে ‘ভয়াবহ’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 04:36 PM
Updated : 18 Jan 2017, 04:36 PM

বুধবার ‘খানজাহান আলী জুট ট্রেডিংয়ে’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খুলনার ফায়ার স্টেশনের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. লিয়াকত আলী জানান ।

আগুনে পার্শ্ববর্তী চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

বয়রা, খালিশপুর ও দৌলতপুর ফায়ার স্টেশনের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানান, দুপুরে প্রথম খানজাহান আলী জুট ট্রেডিং থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে আগুন পার্শ্ববর্তী চারটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই ঘরগুলো ভস্মীভূত হয়ে যায় বলে তারা জানান।

প্রতিষ্ঠানটির মালিক শেখ সেলিম হোসেন অগ্নিকাণ্ডে বিশ লাখ টাকার পাট পুড়ে গেছে বলে দাবি করেছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা লিয়াকত জানান, দুপুরে বয়রা, খালিশপুর ও দৌলতপুর থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত কমিটি করে ক্ষয়-ক্ষতির নিরূপণ করা হবে। 

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানাতে পারেননি তিনি।

আড়ংঘাটা থানার এসআই হেলাল উদ্দিন ঘটনাস্থল থেকে জানান, আগুন গুদাম ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

“বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”