হাতাহাতিতে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, নারী আটক

নওগাঁর ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 02:05 PM
Updated : 18 Jan 2017, 02:06 PM

বুধবার দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রাম বড় মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ধামইরহাট থানার ওসি রকিবুল ইসলাম জানান।

নিহত মোকছেদ আলী (৬২) বীরগ্রাম বড় মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

ধামইরহাট থানার ওসি রকিবুল ইসলাম জানান, ওই গ্রামের নুর মোহাম্মদ (৪৩)) বাড়ির পানি নিষ্কাশনের ব্যবহারের জন্য একটি পাইপ আনেন স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে।

“কিন্তু ওই নলটি বেশ কিছুদিন পেরিয়ে গেলেও নুর মোহাম্মদ সেটি রাস্তার ড্রেনে না বসিয়ে বাড়িতে রেখে দেন।”

ওসি রফিকুল বলেন, দুপুর ১২টার দিকে নুর মোহাম্মদ ভ্যান নিয়ে মোকছেদ আলীর বাড়িড়র সামনে দিয়ে যাওয়ার সময় ড্রেন নল বসানো নিয়ে মোকসেদের সঙ্গে নূর মোহাম্মদের কথা কাটাকাটি হয় এবং হাতাহাতি শুরু হয়।  

“এক পর্যায়ে নুর মোহাম্মদ ও তার স্ত্রী হাফিজা খাতুন মিলে মোকছেদ আলীকে মারপিট করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে নুর মোহাম্মদের ভ্যানের হ্যান্ডেল মোকদের আলীর বুকে লাগলে তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

ওসি রকিবুল আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ নুর মোহাম্মদের স্ত্রী হাফিজা খাতুনকে (৩৫) গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।