জবাই করা ৭০০ পাখিসহ চার শিকারি গ্রেপ্তার

খুলনার তেরখাদা উপজেলায় বিভিন্ন প্রজাতির জবাই করা ৭০০ পাখিসহ চার শিকারিকে গ্রেপ্তারের পর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 12:12 PM
Updated : 18 Jan 2017, 12:12 PM

বুধবার তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিন মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত হলেন উপজেলার কাছিকাটা গ্রামের সাহেব আলীর দুই ছেলে সাইফুল ইসলাম (২৯) ও মুশফিক ইসলাম (২২), একই গ্রামের রাজা মোল্লার ছেলে আলাউদ্দিন মোল্লা (৩২) এবং ইখড়ি গ্রামের শাহাজাহানের ছেলে লাচ্চু (২৬)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিকারিরা খুলনা শহরের বিভিন্ন হোটেলে বিক্রির জন্য পাখিগুলো জবাই করে রেখেছিল। গোপন খবরে মঙ্গলবার রাতে কাটেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৭০০ জবাই করা পাখিসহ তাদের আটক করা হয়।

“পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।”