নবম ওয়েজ বোর্ডের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে )।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 11:45 AM
Updated : 18 Jan 2017, 11:51 AM

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির আওতায় বুধবার নগরীর আলুপট্টি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অবিলম্বে নবম ওয়েজ বোর্ড গঠন, রাজশাহীতে বিভিন্ন দৈনিকে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র প্রদানসহ সাংবাদিক হয়রানির প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে।

একই দাবিতে বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছেন সাংবাদিকরা।

নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে সাংবাদিক ইউনিয়নগুলো। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ৩১ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দিলেও তা না হওয়ায় তার সঙ্গে বৈঠক বর্জন করে কর্মসূচি দিয়ে যাচ্ছে সংগঠনগুলো।

মানববন্ধন থেকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানানো হয়।

মানববন্ধনে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, বিএফইউজে সদস্য জাবীদ অপু, আনিসুজ্জামান, আরইউজে কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, নির্বাহী সদস্য সাইফুর রহমান রকি, তানজিমুল হক, রাজশাহী মেট্টোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব আলম প্রমুখ বক্তব্য রাখেন।