সাত খুনের রায়ে ‘কলঙ্কমুক্ত’ নারায়ণগঞ্জ

চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নারায়ণগঞ্জ ‘কলঙ্কমুক্ত’ হয়েছে বলে মনে করেন জেলার বিশিষ্ট নাগরিকরা।

মজিবুল হক পলাশ, নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2017, 03:58 PM
Updated : 17 Jan 2017, 03:58 PM

সাত খুনের মামলায় সোমবার দেওয়া রায়ে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন ৩৫ আসামির ২৬ জনকে মৃতু্যদণ্ড দেন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় বাকি আসামিদের।

তিন বছর আগের এই ঘটনায় ২০১৬ সালে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের এক বছরের কম সময়ের মধ‌্যে রায় হল।

প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এ রায় কার্যকরের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, সাংস্কৃতিক জোট ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি।

সুজনের মহানগর কমিটির সভাপতি এহসানুল করিম চৌধুরী বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা আইন রক্ষা করবে, তারাই যখন মানুষ হত্যা করবে, এর চেয়ে জঘন্য ও বড় মানবতাবিরোধী অপরাধ আর নেই।

“রায়ে আমরা সন্তুষ্ট, নারায়ণগঞ্জবাসী সন্তুষ্ট। আমরা আশা করি উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে।”

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক জানান, সাত খুনের এই মামলায় খুব ভালো রায় হয়েছে। এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু বলেন, “সাত খুনের ঘটনায় নিম্ন আদালত থেকে যে রায় হয়েছে, উচ্চ আদালতেও যদি এই রায় বহাল থাকে তাহলে আমরা ন্যায় বিচার পাব।”