টাঙ্গাইলে কাপড়ের হাটে আগুন

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাটে আগুন লেগে ‘দেড় শতাধিক’ দোকানের কাপড় পুড়ে গেছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2017, 07:20 AM
Updated : 17 Jan 2017, 08:57 AM

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মাস্টার মো. কফিল উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাটে বেচার জন্য সোমবার রাতে ও মঙ্গলবার সকালে স্থানীয় উৎপাদক ও বিক্রেতারা এসে এসব দোকান বসিয়েছিলেন।

করটিয়া হাট কমিটির সাধারণ সম্পাদক শাজাহান আনসারি বলেন, সকাল ৯টার দিকে হঠাৎ করেই একটি কাপড়ের গুদামে আগুন লেগে মুহূর্তের মধ্যে পুরো হাটে ছড়িয়ে পড়ে।

“আগুনে দেড় শতাধিক দোকানের কাপড় পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা কফিল উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একশ থেকে দেড়শ দোকানের কাপড় পুড়ে গেছে।

আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।