কিডনি রোগে রামপালের ইউএনওর মৃত্যু

কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মৃত্যু হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2017, 05:37 AM
Updated : 17 Jan 2017, 05:38 AM

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে ঢাকার অ্যাপোলো হাসপাতালে রামপালের ইউএনও রাজীব কুমার রায়ের (৩৬) মৃত্যু হয়।

রাজীবের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মাস্টারপাড়া গ্রামে। তিনি ২০০৮ সালে বিসিএস ২৭তম ব্যাচের ক্যাডার হিসেবে চাকরিতে যোগ দেন।

জেলা প্রশাসক তপন কুমার বলেন, রাজীব প্রায় এক মাস আগে দায়িত্ব পালন করার সময় অসুস্থ হন। ঢাকায় পরীক্ষায় তার কিডনি রোগ ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টা কুড়ি মিনিটে মৃত্যু হয়।

রাজীবের স্ত্রী অনিন্দিতা রায় বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের দুটি সন্তান রয়েছে।

রাজীবের অকালমৃত্যুতে জেলা প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।