বরিশালে চার রোহিঙ্গা আটক

বরিশাল নগরী থেকে চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2017, 06:26 PM
Updated : 16 Jan 2017, 06:26 PM

রোববার ভোর রাতে নগরীর আমতলার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মিয়ানমারের বালিবাজার এলাকার সৈয়দ হোসেন (৫০), তার মেয়ে ইয়াসমিন (১৭), নাপপুরা এলাকার মো. হোসেন আহম্মেদ (২৭) ও তার বোন আমিনা খাতুন (১৬)।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ারি থানার ওসি শাহ মো. আওলাদ জানান, ভোররাত ৪টার দিকে একটি অটোরিকশাযোগে নগরীর আমতলার মোড় এলাকা অতিক্রম করছিল মিয়ানমারের চার নাগরিক।

এ সময় টহল পুলিশ অটোরিকশাটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের সন্দেহ হয়। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের নাগরিক বলে জানা যায়, বলেন ওসি।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আটককৃতদের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে জানান ওসি।

দীর্ঘদিন ধরে পাঁচ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করা আসছে বাংলাদেশ। এরমধ্যে মাস তিনেক আগে রাখাইনে সেনা দমন অভিযানের মুখে নতুন করে বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গা। এই দফায় ইতোমধ্যে ৫০ হাজারের বেশি মানুষ মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে বলে সরকারের ভাষ্য।

গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় নয় সীমান্ত পুলিশ নিহত হওয়ার পরই এবার রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে সেনা অভিযান শুরু হয়।