সাতক্ষীরা সীমান্ত থেকে ৩ জনকে নিয়ে গেছে বিএসএফ

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তের ওপারে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2017, 02:53 PM
Updated : 16 Jan 2017, 02:53 PM

সোমবার সকালে কাকডাঙ্গার সোনাই নদীর ওপার থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

আটকদের মধ্যে দুজন হলেন সাতক্ষীরা সদরের রেউই গ্রামের তজিবর রহমান ও বাবু হাসান। আরেকজনের নাম জানা যায়নি।

এদেরকে চোরাকারবারী বলছে বিজিবি।  

বিজিবির কাকডাঙ্গা বিওপি কমান্ডার সুবেদার হায়দার আলি জানান, সকালে তিন ‘চোরাকারবারী’ বাংলাদেশ থেকে ভারতে সুপারি পাচারের চেষ্টা করছিল। এ সময় বিজিবির টহল দল তাদের বাধা দিতে স্পিড বোট নিয়ে তাড়া করে। 

“চেরাচালানিরা তখন নদী সাঁতরে ভারতীয় এলাকার মধ্যে চলে গেলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।”

সুবেদার হায়দার বলেন, রাতে এ তিন বাংলাদেশিকে ভারতের স্বরুপনগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে বিএসএফের কোম্পানি কমান্ডার এসি মনোজ কুমার জানিয়েছেন।