হামলার মামলায় সাক্ষ্য দিলেন পরশুরামের সাবেক ইউএনও

নিজের উপর হামলার মামলায় সাক্ষ্য দিয়েছেন ফেনীর পরশুরাম উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দার।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2017, 01:32 PM
Updated : 16 Jan 2017, 01:33 PM

সোমবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম খাইরুন নেছার আদালতে সব আসামির উপস্থিতিতে তিনি সাক্ষ্য দেন বলে জানান এপিপি সৈয়দ আবুল হোসেন।

তিনি সাক্ষ্যে ঘটনার বর্ণনা এবং হামলাকারীদের নাম প্রকাশ করেন বলে জানান এপিপি।

এইচএম রকিব হায়দার বর্তমানে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত রয়েছেন। গত ২৭ ডিসেম্বর তার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও সেদিন তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ২২ জানুয়ারি মামলার পরবর্তী দিন রেখেছে।

গত ২১ জুন ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও দ্রুত বিচার আদালতের বিচারক রাজেশ চৌধুরী এ মামলায় গ্রেপ্তার আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

গত ৬ মে পরশুরামে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের একটি অনুষ্ঠানস্থলের পাশে পরশুরাম উপজেলার তৎকালীন ইউএনও এইচএম রকিব হায়দারের উপর হামলা করে সরকার দলীয় নেতাকর্মীরা।

ওই ঘটনায় তার গাড়ি চালক আবুল কাশেম বাদী হয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জাসহ সাত জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন।