রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব

নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 03:31 PM
Updated : 15 Jan 2017, 03:31 PM

রোববারের এ নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ সাতটি এবং প্রগতিশীল শিক্ষক সমাজ সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়েছেন।

ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশনার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে নীল দলের তুহিন ওয়াদুদ এবং প্রগতিশীয় শিক্ষক সমাজের গাজী মাজহারুল আনোয়ার ৬২টি করে ভোট পান। পরে লটারির মাধ্যমে তুহিন ওয়াদুদকে বিজয়ী ঘোষণা করা হয়।

এছাড়া ৬৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন নীল দলের গোলাম রব্বানী। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নীল দলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৬৫ ভোট ।

দশটি সদস্য পদের মধ্যে নীল দল চারটি এবং প্রগতিশীল শিক্ষক সমাজ ছয়টি পেয়েছেন বলে জানান নির্বাচন কমিশনার রায়হান সরকার। 

রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত চলা এ ভোটে মোট ১২৮ জন ব্যক্তি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।