নড়াইলে সাতদিনের সুলতান মেলা

চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে সাতদিনের সুলতান মেলা বোরবার শুরু হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2017, 01:21 PM
Updated : 15 Jan 2017, 01:21 PM

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে মাঠে আয়োজিত এ মেলা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।  

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার থেকে এ মেলা শুরু হলেও ১৬ জানুয়ারি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়ার মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার

এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান, এবারের মেলায় সুলতান পদক পাচ্ছেন চিত্রশিল্পী হাশেম খান।

মেলায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ও রচনা প্রতিযোগিতা, লাঠিখেলা, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেস, দড়ি টানাটানি, গরু দৌড় ও চিবুড়ির আয়োজন করা হয়েছে।

মেলা উপলক্ষে অর্ধশতাধিক স্টলে বিভিন্ন পন্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

১০ অগাস্ট শিল্পীর জন্মদিন হলেও বর্ষার কারণে ২০০৩ সাল থেকে মেলা সময় পিছিয়ে শীতে আয়োজন করা হচ্ছে।

এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।একুশে পদক প্রাপ্ত এ শিল্পী ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃতুবরণ করেন।