বগুড়ায় বোমা ফাটিয়ে জুয়েলার্সে ডাকাতি, আহত ৩

বগুড়ায় গুলি ও হাতবোমা ফাটিয়ে একটি সোনার দোকানে ডাকাতি করেছে মুখোশ পরা একদল ব্যক্তি। এতে আহত হয়েছেন দোকান মালিকসহ তিনজন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2017, 03:22 PM
Updated : 14 Jan 2017, 05:40 PM

শনিবার রাত সোয়া ৮ দিকে শহরের মেরিনা রোড়ে আল হাসান জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে বলে বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান জানান ।

গুলিবিদ্ধ দোকান মালিক গোলজার হোসেন ও হাতবোমার বিস্ফোরণে আহত পথচারী আনোয়ার হোসেন এবং জাকিরকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসপি আসাদুজ্জামান বলেন, মুখোশ পরা ১০/১২ জন লোক আল হাসান জুয়েলার্সে প্রবেশ করে গুলি ছুড়ে। এরপর নগদ টাকা ও মালমাল লুট করে এলোপাতারি হাতবোমা ছুড়ে মাইক্রোবাসে করে পালিয়ে যায় তারা।

এ সময় পথচারীসহ ওই তিন আহত হন বলে জানান তিনি।

মুখোশধারীরা নগদ পাঁচ লাখ টাকা এবং পাঁচশত ভরি সোনা লুট করেছে বলে দাবি দোকান মালিক গোলজার হোসেনের।

লুটসহ মালামালসহ দুজনকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকা থেকে রাত ৯টার দিকে গ্রেপ্তার করা হয়েছে বলে এসপি আসাদুজ্জামান জানিয়েছেন।