ভারতে বাংলাদেশির মৃত্যু, কুমিল্লায় লাশ হস্তান্তর

নোয়াখালী থেকে পাঁচ দিন আগে নিখোঁজ এক ব্যক্তির লাশ পাওয়া গেছে ভারতে; যার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2017, 06:59 AM
Updated : 13 Jan 2017, 06:59 AM

কুমিল্লার বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লাশ ফেরত দেয় বিজিবির কাছে। বিজিবি লাশ গ্রহণের পর থানায় হস্তান্তর করে ।

নিহত জসিম উদ্দিন (৪২) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।

তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। তিনি বিস্তারিত জানাতে পারেনি।

নিহতের ছেলে ইলিয়াস ও ছোট ভাই নুরে আলম বলেন, জসিম উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। পাঁচ দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

জসিম কিভাবে ভারতে যান তা তারা জানাতে পারেননি।

বুড়িচংয়ের বাসিন্দা হারুন আহমেদ স্থানীয়দের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতের নজিরপুর এলাকায় বুধবার দুপুরে জসিমকে মারধর করে সেখানকার লোকজন। পরে বিএসএফ তাকে নিয়ে যায়।

ওসি উত্তম কুমার বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।