চাল আত্মসাৎ: পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

চাল আত্মসাতের দায়ে পটুয়াখালীতে সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2017, 12:53 PM
Updated : 12 Jan 2017, 12:53 PM

বৃহস্পতিবার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ বাসু দেব রায় এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আলী আহম্মদ গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী নেছারউদ্দিন জানান, ২০০৯ সালের ভারনাবল গ্রুপ ডেভলপমেন্ট (ভিজিডি) আওতায় উত্তোলন করা দুই হাজার ৫০ কেজি চাল কালোবাজারে বিক্রি করেন আলী আহম্মদ।

এ ঘটনায় হাবিবুর রহমান মোল্লা নামে এক ব্যক্তি গলাচিপা থানায় মামলা করেন। পটুয়াখালী দুদকের তৎকালীন সহকারী পরিচালক রাম মোহন নাথ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায়ে আলী আহম্মদকে একই সঙ্গে ৬৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।