খাদ্যে বিষক্রিয়ায় নড়াইলে ৮ মাদ্রাসা ছাত্রী অসুস্থ

সকালে নাস্তা খেয়ে অসুস্থ হয়ে পড়লে নড়াইলের একটি মাদ্রাসার আট শিশু শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2017, 10:40 AM
Updated : 12 Jan 2017, 10:42 AM

পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকার হযরত মা ফাতিমা মহিলা মাদ্রাসার ওই ছাত্রীদের বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান মাদ্রাসার শিক্ষক লিংকন আহম্মেদ।

এরা হল দিয়া (১০), ঋতু (৯), তিশা (৯), সুমাইয়া (৯), সুরাইয়া (১১), হাসি (৭), শোভা (৮) ও  ফাতেমা (৮)।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোনজেরুল মোরশেদ মুন বলেন, “খাদ্যে বিষক্রিয়ার কারণে এ শিশুরা অসুস্থ হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।”

তবে তারা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

লিংকন আহম্মেদ বলেন, সকালে মাদ্রাসার ছাত্রী নিবাসে খিচুড়ি রান্না হয়। খিচুড়ি খাওয়ার পর থেকে ছাত্রীদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়।

অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় দুপুরে তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।