চাঁদপুরে আগুনে পুড়ল ১৭ ঘর

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আগুন লেগে ১৭টি ঘর পুড়ে গেছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2017, 08:02 AM
Updated : 12 Jan 2017, 08:49 AM

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার শেখ মো. তালেব জানান, বুধবার রাত ১টার দিকে সদর ইউনিয়নের মৈশাদ গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।   

এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালেব জানান, স্থানীয় মোহাম্মদ আলীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, “আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নয়টি বসত ঘর, সাতটি রান্না ঘর ও একটি গোয়ালঘর পুড়ে গেছে।”

ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।  আর আগুনে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা।

ক্ষতিগ্রস্ত পলি আক্তার বলেন,“অগ্নিকাণ্ডের সময় বাড়ির লোকজন ঘর থেকে বের হতে পারলেও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।”