৭৫০ পর্যটক নিয়ে সাগরে জাহাজ আটকা

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে ৭৫০ জন পর্যটক নিয়ে একটি জাহাজ আটকা পড়ার পর ট্রলার ও স্পিডবোটে করে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2017, 09:37 AM
Updated : 11 Jan 2017, 12:03 PM

বুধবার বেলা ১২টার দিকে সেন্টমার্ন্টিনের কাছে সাগরে ডুবোচরে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহীএলসিটি কাজল সাগরে ডুবোচরে আটকা পড়ে বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ।

তবে জাহাজে থাকা পর্যটকদের স্থানীয় জেলেদের ট্রলার ও স্পিডবোটে করে পাড়ে নিয়ে যাওয়া হয়েছে ।

ওসি মজিদ বলেন, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ৭৫০ জন যাত্রী নিয়ে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল টেকনাফ থেকে রওনা দেয়। বেলা ১২টার দিকে জাহাজটি সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগরের ডুবোচরে আটকা পড়ে।

“সেসময় ভাটার হওয়ায় ডুবোচরে জাহাজটি আটকা পড়ে। তাছাড়া জাহাজটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনেরও অভিযোগ উঠেছে।”

খবর পেয়ে জাহাজ কর্তৃপক্ষ ও স্থানীয়রা সাগরে আটকে থাকা পর্যটকদের মাছ ধরার ট্রলার ও স্পিডবোটে করে পাড়ে নিয়ে গেলেও জাহাজটি বেলা সাড়ে ৩টা পর্যন্ত সেখানে আটকা ছিল বলে জানান তিনি।

সাগরে জোয়ারের সময় হলে জাহাজটিকে সরিয়ে আনা সম্ভব হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সেইসঙ্গে অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টির খোঁজ-খবর নিয়ে সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে এলসিটি কাজল জাহাজের ব্যাবস্থাপক আব্দুর রহিমের সঙ্গে মোবাইল ফোনে যোগযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।