পাবনার জেলা প্রশাসকের ক্ষমা প্রার্থনা

আদালতের নির্দেশ সত্ত্বেও এক ব্যক্তিকে তার সম্পত্তি বুঝিয়ে না দেওয়ায় হাই কোর্টের তলবে হাজির হয়ে ক্ষমা চেয়ে পার পেয়েছেন পাবনার জেলা প্রশাসক।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2017, 05:14 AM
Updated : 11 Jan 2017, 05:31 AM

হাই কোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আতীশ রঞ্জন দাসের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার তাকে ক্ষমার আবেদন মঞ্জুর করে আদেশ বাস্তবায়ন করতে বলে এবং আদালতকে তা লিখিতভাবে জানানোর নির্দেশ দেয়।

হাই কোর্টের আইনজীবী মো. মেসবাহুল ইসলাম আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার মশুরিয়া গ্রামের আবদুর রহিম মশুরিয়া মৌজার ১.২৭ একর সম্পত্তির দখল ফিরে পাওয়ার জন্য হাই কোর্টে আবেদন করেন।

“আদালত ওই সম্পত্তি আবদুর রহিমকে বুঝিয়ে দেওয়ার জন্য পাবনার জেলা প্রশাসক রেখা রাণী বালোকে নির্দেশ দেয়। দীর্ঘ দিনেও আদেশ বাস্তবায়ন না করায় আবদুর রহিম আবার আবেদন করেন।”

এরপর হাই কোর্ট রেখা রাণী বালোকে মঙ্গলবার আদালতে তলব করেন বলে জানান আইনজীবী মেসবাহুল।

তিনি বলেন, “রেখা রাণী হাই কোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে দুই মাসের সময় প্রার্থনা করেন। আদালত তাকে আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।”

এ বিষয়ে জিজ্ঞেস করলে জেলা প্রশাসক রেখা রাণী বলেন, “একটি মামলায় তারিখ ছিল। আমি আদালতে গিয়েছিলাম।”

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মেসবাহুল ইসলাম আসিফ ও সৈয়দ মামুন মাহবুব; বিবাদীপক্ষে ছিলেন সুব্রত চৌধুরী।