গাইবান্ধায় স্কুলশিক্ষিকা হত্যায় স্বামীর ফাঁসির দণ্ড

গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2017, 04:11 PM
Updated : 10 Jan 2017, 04:11 PM

মঙ্গলবার বিকালে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহাদত হোসেন মণ্ডল (৪৪) নওগাঁর ধামুরহাট উপজেলার চককুমুর গ্রামের ছামছুল হুদার ছেলে। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু মো. আব্দুল্লাহ আল কনক জানান, ২০০৭ সালের ১৭ জুন স্কুলশিক্ষিকা মঞ্জুরি খাতুনের সঙ্গে শাহাদত হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দিলে বাবার বাড়ি গাইবান্ধার সাঘাটায় চলে আসেনমঞ্জুরি।

“এরপর ২০১১ সালের ২১ এপ্রিল মঞ্জুরির বাবার বাড়ি আসেন শাহাদত ।পরের দিন রাতের কোনো এক সময় মঞ্জুরিকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান তিনি।”

এ ঘটনায় মঞ্জুরির বাবা মকবুল হোসেন খন্দকার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।