নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীনের স্ত্রীর মৃত্যু

নাট্যব্যক্তিত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল (৬৬) মারা গেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2017, 12:33 PM
Updated : 10 Jan 2017, 12:49 PM

মঙ্গলবার সকালে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক এ কে এম ইউসুফ হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কয়েকদিন আগে পিত্তথলির পাথর অপারেশনের পর থেকে তিনি হলি ফ্যামিলি হাসপাতালেই ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তিনি না ফেরার দেশে চলে যান।”

আসরের নামাজের পর উপাচার্য বাসভবন সংলগ্ন মাঠে তার জানাজা শেষে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটি অরুণাপল্লীতে তাকে দাফন করা হয়েছে বলে জানান ইউসুফ হাসান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন মেহেরুন্নেসা।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।