শরীয়তপুরে আ. লীগের দুইপক্ষের সংঘর্ষ, বোমায় নিহত ১

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2017, 09:46 AM
Updated : 10 Jan 2017, 09:46 AM

মঙ্গলবার ভোরে বড়কান্দি ইউনিয়নের আব্দুর ব্যাপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জাজিরা থানার ওসি নজরুল ইসলাম জানান।

নিহত হোসেন খাঁ ওই এলাকার বাসিন্দা।তিনি এলাকায় বড়কান্দি ইউনিয়ের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সফি খলিফার সমর্থক বলে পরিচিত।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের শরীয়তপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি নজরুল বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সফি খলিফার সঙ্গে জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজ সর্দারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

“এর জেরে সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় বোমার আঘাতে হোসেন খাঁর মাথার ডান পাশের অংশ উড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।