ঢাকায় উদ্ধার লাশটি মাগুরার চিকিৎসক সুমনের

ঢাকা মেডিকেলের মর্গে ছয় দিন ধরে পড়ে থাকা লাশটি মাগুরার চিকিৎসক সুমন সিকদারের।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2017, 06:43 PM
Updated : 9 Jan 2017, 06:44 PM

সোমবার রাতে সুমনের বাবা তার ছেলের লাশটি শনাক্ত করেছেন বলে মাগুরা সদর থানার এসআই তরিকুল ইসলাম জানান।

সুমন সিকদার (২৯) মাগুরার শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

এসআই তরিকুল বলেন, “ঢাকার শাহবাগ থানা থেকে সোমবার দুপুরে আমাদের জানানো হয়, গত ৩ জানুয়ারি থেকে ঢাকা মেডিকেলের একটি লাশ রয়েছে।

“যার পকেটে রাখা আইডি কার্ডের সূত্র ধরে সুত্র ধরে সুমনের বাবা সুকুমার শিকদারকে জানানো হয়। পরে ঢাকায় এসে তিনি ছেলের শনাক্ত করেন।”

সুকুমার শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুমন গত সোমবার মাগুরা শহরের কলেজ পড়ার বাসায় ফিরে কিছুক্ষণ পরে নিজের মোবাইল ফোনটি রেখে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ মেলেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি পরও তার সন্ধান না পাওয়া মাগুরা সদর থানায় জিডি করেছিলাম।”

কীভাবে সুমন ঢাকায় এসেছেন তা জানাতে না পারলেও গত ৩ জানুয়ারি শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে পুলিশ ছেলের লাশ উদ্ধার করেছিল বলে জানান তিনি।   

সুমনের লাশ মাগুরায় আনার জন্য আইনি প্রক্রিয়া চলছে বলে এসআই তরিকুল জানান।