বাগেরহাটে ‘অপহৃত’ তরুণী টঙ্গী থেকে উদ্ধার

বাগেরহাটের শরণখোলা থেকে ‘অপহরণের’ দুই দিন পর এক তরুণীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2017, 09:52 AM
Updated : 9 Jan 2017, 09:57 AM

সোমবার বেলা ১২টার দিকে টঙ্গী এলাকার একটি সড়ক থেকে তাকে উদ্ধার করা হয় বলে শরণখোলার থানার ওসি আব্দুল জলিল জানান।

মেয়েটির বাড়ি শরণখোলা উপজেলায়। তার বয়স ২২ বছর বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জলিল বলেন, শুক্রবার গভীর রাতে বাড়িতে ঢুকে বাবা ও মাকে কুপিয়ে জখম করে টাকা ও গয়না লুটের পাশাপাশি মেয়েটিকে অপহরণ করা হয়।

পরদিন মেয়েটির বাবা থানায় একটি মামলা করেন, যাতে মেয়েটির তালাকপ্রাপ্ত স্বামী সজিব আকনসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করা হয়।

মামলার বরাত দিয়ে ওসি জানান, কয়েক বছর আগে রায়েন্দা বাজার এলাকার সবুর আকনের ছেলে সজিবের সঙ্গে মেয়েটির বিয়ে হয়। পরে পারিবারিক বিরোধের জেরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়; এ নিয়ে একটি মামলাও চলছে।

“অপহরণের ঘটনায় মামলার পর সজিবের মোবাইল ফোন ট্র্যাক করে টঙ্গী এলাকায় পুলিশ অভিযান চালালে অপহরণকারীরা পালিয়ে যায়। সেখান থেকেই মেয়েটিকে উদ্ধার করা হয়।”

ওই তরুণী শারীরিকভাবে সুস্থ আছেন এবং তাকে শরণখোলায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন শরণখোলার ওসি।