শ্রীমঙ্গলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর ডাকা অনিদিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2017, 01:57 PM
Updated : 8 Jan 2017, 09:24 AM

শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়না মিয়া এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরে পরিবহন শ্রমিকদের সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষে পথচারীসহ অন্তত ৩০ জন আহত হন । এ সময় বেশ কিছু দোকানপাট ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে।

এ নিয়ে শুক্রবার থেকে শ্রীমঙ্গল ব্যবসাযী সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অনিদিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। এরপর বিজিবি কুমিল্লা সেক্টরের কমান্ডারকে প্রধান করে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও হয়।

ময়না মিয়া বলেন, “সন্ধ্যায় বিটিআরআই গেস্ট হাউসে জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, বিজিবি কর্মকর্তা ও পরিবহন নেতাদের বৈঠক হয়েছে। সেখান থেকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।”

এছাড়াও বৈঠকে মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, সিলেট বিভাগীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সঞ্জিত দেব প্রমুখ উপস্থিত ছিলেন।