মাগুরার সরকারি স্বাস্থ্য কর্মকর্তা নিখোঁজে জিডি

মাগুরার শ্রীপুর উপজেলার এক সরকারি স্বাস্থ্য কর্মকর্তা পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জিডি হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2017, 04:35 AM
Updated : 7 Jan 2017, 04:36 AM

গত সোমবার বিকালে মাগুরা শহরের কলেজপাড়ার ভাড়া বাসা থেকে তিনি নিখোঁজ হন বলে জিডি করেন তার বাবা সুকুমার সিকদার।

নিখোঁজ সুমন কুমার সিকদার (২৮) শ্রীপুর উপজেলার দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপাল করছিলেন।

সুমনের বাবা মাগুরা সদর উপজেলার বেঙ্গা গ্রামের সুকুমার সিকদার বলেন, ৩৩তম বিসিএসে চাকরি পেয়ে সুমন দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন।

“অবিবাহিত সুমন মাগুরা শহরের কলেজপাড়ার ভাড়া বাসায় একাই থাকত। অন্য ভাড়াটিয়াদের দেওয়া তথ্যমতে, সোমবার বিকালে কর্মস্থল দারিয়াপুর থেকে বাসায় ফিরে আসে সুমন। কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়ে যায়। তার বাসায় তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া গেছে।”

এরপর মঙ্গলবার বিকালে তিনি মাগুরা সদর থানায় জিডি করেন বলে জানান।

সদর থানার এসআই তারিকুল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সম্ভাব্য সব জায়াগায় ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। বিভিন্ন থানায়ও খবর পাঠানো হয়েছে। সব সিসি ক্যামেরার ফুটেজ নিয়েও অনুসন্ধান চালানো হচ্ছে।

মাগুরার সিভিল সাজর্ন আব্দুল লতিফ বলেন, “সুমন লেখাপড়া ও উচ্চতর ডিগ্রি গ্রহণের বিষয়ে কিছুটা ডিপ্রেশনে ছিলেন।”