ভোলায় ৪ জনকে কুপিয়ে ‘দুই লাখ টাকা লুট’

ভোলায় তিন ধান বিক্রেতাসহ চারজনকে কুপিয়ে আহত করে দুই লাখ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2017, 10:42 AM
Updated : 5 Jan 2017, 01:31 PM

জেলা সদরের মাঝের চর সংলগ্ন মেঘনা নদীতে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে বলে আহতরা অভিযোগ করেন।

আহতরা হলেন - ভোলা সদর উপজেলার মাঝের চরের সিরাজ মাঝি, ধান বিক্রেতা মো. হেজু, মাইনউদ্দিন ও সিরাজ।

সবাইকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা লুদ্দার চরে ধান বিক্রি করে ফিরছিলেন। এ সময় অন্য ট্রলারে আসা চার জলদস্যু এসে তাদের মারধরসহ কুপিয়ে আহত করে। তারপর তারা ধান বিক্রেতাদের কাছে থাকা ধান বিক্রির দুই লাখ টাকা ও ট্রলারের ইঞ্জিন খুলে নিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে আসে বলে তিনি জানান।

ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির বলেন, তিনি খবর শুনেছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।