নওগাঁয় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৫

দশম জাতীয় নির্বাচনের তৃতীয় বর্ষ পূর্তির দিন নওগাঁয় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2017, 10:42 AM
Updated : 5 Jan 2017, 10:42 AM

বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে শহরের মুক্তির মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক জানান।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ সময় নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও যুবদল সভাপতি বায়োজিত হাসান পলাশসহ বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, নির্বাচনের তৃতীয় বর্ষ পূর্তির দিন আওয়ামী লীগ ও বিএনপির মিছিল বের হয়। মুক্তির মোড়ে বিএনপির মিছিলটি আওয়ামী লীগের মিছিলের মুখোমুখি হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

“এ সময় বিএনপি নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে চার পুলিশসহ কয়েকজন আহত হয়েছে।”

পুলিশ ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক নান্নুসহ ১২ জনকে আটক করলেও পরে উপজেলা চেয়ারম্যানকে ছেড়ে দিয়েছে বলে জানান তিনি।

তবে আবু বকর সিদ্দিক বলেন, নেতাকর্মীদের নিয়ে জেলা কেডির মোড় থেকে র‌্যালি বের করে শহরে যাওয়ার পথে মুক্তির মোড়ে কোনো উসকানি ছাড়াই পুলিশ তাদের লাঠিপেটা করে।

এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।