পদ্মায় কুয়াশা, ৩ ঘণ্টা পর পারাপার শুরু

পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার নদী পারাপার শুরু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিমুন্সীগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2017, 04:50 AM
Updated : 5 Jan 2017, 04:50 AM

দৌলতদিয়া-পাটুরিয়ায় বৃহস্পতিবার সকাল ৯টায় আর শিমুলিয়া-কাওড়াকান্দিতে সকাল ১০টায় নদী পারপার শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা বেড়ে যাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দিতে নৌ চলাচল বন্ধ রাখা হয়।

“সকাল ৯টায় কুয়াশা কেটে গেলে আবার পারপার শুরু হয়।”

দৌলতদিয়া ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, ঘন কুয়াশায় নৌপথ সম্পূর্ণ ঢাকা পড়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

“সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে আবার নদী পারপার শুরু হয়।”

তবে অন্যদিনের মতো ঘাটে যানবাহনের চাপ নেই বলে তিনি জানান।