চুয়াডাঙ্গায় ‘ডাকাতের বোমা হামলায়’ নিহত ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ‘ডাকাতের বোমা হামলায়’ একজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2017, 04:38 AM
Updated : 5 Jan 2017, 05:31 AM

চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, কুলপালা গ্রামে বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন (৫০) ওই গ্রামের বাসিন্দা। আর আহত লিটন হোসেন (৩৫) তার প্রতিবেশী।

পুলিশ কর্মকর্তা বেলায়েত গ্রামবাসীর বরাতে বলেন, রাত ১টার দিকে কুলপালা গ্রামের পশ্চিমপাড়ায় বাদল মণ্ডলের ছেলে নাসির উদ্দিন তার বাড়ির পাশে সাত-আটজনকে নিচুস্বরে কথা বলতে শোনেন। তাদের চোর মনে করে নাসির চিৎকার করলে ডাকাতদল তার বাড়ির ভেতরে ঢুকে একটি বোমা নিক্ষেপ করে।

“বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে স্প্লিন্টারের আঘাতে আহত হন নাসির উদ্দিন। প্রতিবেশীরা ছুটে এলে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় আরও একটি বোমা ছোড়ে। এতে গ্রামের মিয়াজান মণ্ডলের ছেলে লিটন আহত হন।”

গ্রামের লোকজন দুইজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক রাজিবুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্ষক্ষরণে মারা যান নাসির উদ্দিন।

আহত লিটন আশংকামুক্ত জানিয়ে চিকিৎসক বলেন, তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।