দিনাজপুরবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে দিনাজপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ বিভিন্ন দাবি জানিয়েছেন দিনাজপুরবাসী।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2017, 09:38 AM
Updated : 4 Jan 2017, 09:56 AM

গোর-এ-শহীদ ময়দানে বুধবার জেলা প্রশাসন আয়োজিত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুরুতেই জেলা প্রশাসক মীর খায়রুল আলম দিনাজপুরে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দেন। এরপর প্রধানমন্ত্রী দিনাজপুরের কৃষক ও শিক্ষকসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেন।

সদর উপজেলার মাসিমপুর গ্রামের লিচুচাষি আলতাফ হোসেন দিনাজপুরের লিচু সংরক্ষণের জন্য একটি হিমাগার প্রতিষ্ঠার দাবি জানান।

শিক্ষকদের পক্ষে কথা বলেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রায়হানুল ইসলাম। তিনি দিনাজপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় করার অনুরোধ জানান।