কুমিল্লায় দুর্ঘটনায় কভার্ডভ্যান চালকের ছেলে নিহত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা দেওয়ার পর কভার্ডভ্যান চালকের ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে চালকের সহকারী ও ভাতিজা।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2017, 07:34 AM
Updated : 4 Jan 2017, 08:30 AM

বুধবার ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার এসআই তারেক জানান।

নিহত নাদিম হোসেন (৯) কভার্ডভ্যান চালক আলমগীর মিয়ার ছেলে। তারা মুরাদনগর উপজেলার বাঙ্গরা এলাকার বাসিন্দা।

আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- চালক আলমগীরের ভাতিজা ইমন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই তারেক বলেন, ভোরে চট্টগ্রাম যাওয়ার পথে কভার্ডভ্যান চালক আলমগীর নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

“এ সময় আলমগীরের পাশে বসে থাকা তার ছেলে নাদিম ঘটনাস্থলেই নিহত হয়।”

এসআই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমনের লাশ ও কভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।