ঢাকায় অপহৃত থাই নাগরিক চাঁদপুরে উদ্ধার, আটক ২

রাজধানী ঢাকার কাকরাইল মসজিদের সামনে থেকে অপহৃত এক থাই নাগরিককে চাঁদপুর লঞ্চঘাট থেকে উদ্ধার করেছে নৌপুলিশ; এ ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2017, 09:30 AM
Updated : 3 Jan 2017, 09:31 AM

চাঁদপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর ঘাটে ভেড়ার পর একটি লঞ্চে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।

থেরাপাপ বিল্লাল (২৩) নামের থাইল্যান্ডের এই নাগরিক সোমবার ঢাকার কাকরাইল মসজিদের সামনে থেকে অপহৃত হন।

আটককৃতরা হলেন - ঢাকার বংশাল এলাকার আবু তাহের চৌধুরীর ছেলে জনি চৌধুরী (২৬) ও জামালারপুর জেলার ফুলকারচর এলাকার মুনতাজের মেয়ে স্বপ্ন (১৮)।

এসআই শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি সোনার তরী নামের লঞ্চটিতে অভিযান চালায় নৌপুলিশ।

“এ সময় অপহৃত থাই নাগরিককে উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।”

আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই শহিদুল ইসলাম।