টাঙ্গাইলে ৬ ট্রাক দুর্ঘটনায়, একজনের মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে ট্রাক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও পাঁচজন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2017, 03:08 AM
Updated : 2 Jan 2017, 01:26 PM

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোহাম্মদ আছাবুর রহমান জানান, সোমবার সকাল ৭টার দিকে ঢাকামুখী ছয়টি ট্রাক পরপর একে অপরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যান।

পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি।

ওসি আছাবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকামুখী একটি ট্রাক আরেকটি ট্রাককে ধাক্কা দিলে পরপর আরও পাঁচটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।

“ঘন কুয়াশার কারণে সামান্য দূরেও কিছু দেখা যাচ্ছে না। এ কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।”

দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হলে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।

তিনি বলেন, দুর্ঘটনার পর ছয়টি ট্রাক মহাসড়কে পড়ে থাকায় ঢাকামুখী লেইনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুই ঘণ্টার চেষ্টায় ট্রাকগুলো সরিয়ে নেয়।

সেতুর প্রকৌশলী মো. ওয়াসিম আলী জানান, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত যানচলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হতে শুরু করে।