নাটোরে বাস খাদে, মালিকের স্ত্রী-সন্তানসহ নিহত ৪

নাটোরের সিংড়ায় বাস খাদে পড়ে মালিকের স্ত্রী-সন্তানসহ চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2017, 04:39 AM
Updated : 1 Jan 2017, 06:19 AM

রোববার সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান।

নিহতরা হলেন- বাস মালিকের স্ত্রী সুলতানা বেগম (৩৫), ছেলে শাকিব (৭) ও মেয়ে ঐশি (৫) এবং বাস চালকের সহকারী। তাদের বাড়ি নাটোর শহরের বঙ্গজল এলাকায়।

আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।   

বাসের যাত্রী ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসটি ঘন কুয়াশার মধ্য দিয়ে বগুড়া থেকে নাটোরে আসছিল। চলনবিলের ভেতর দিয়ে আসার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।”

ওসি নাসির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের নিচ থেকে চারজনের লাশ উদ্ধার থানায় নিয়ে আসে। ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাস খাদে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।“

ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে বলে জানান তিনি।