কুমিল্লা মেডিকেল খুলছে শনিবার

ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে বন্ধ হওয়ার দুই দিন পর কুমিল্লা মেডিকেল কলেজ খোলার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2016, 01:21 PM
Updated : 30 Dec 2016, 01:21 PM

শুক্রবার কলেজ একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অধ্যক্ষ মো. মহসিন উজ্ জামান চৌধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর শনিবার মেডিকেল কলেজের সকল ক্লাস যথারীতি শুরু হবে। ওইদিন সকাল ৮টায় হোস্টেল খুলে দেওয়া হবে।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ছাত্রদের সামাজিক সংগঠনসহ সকল সংগঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

মঙ্গলবার রাতে দুটি পক্ষের মধ্য সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আন্তত ১৫ জন আহত হয়।

এর জেরে বুধবার বিকালে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগ করতে বলা হয়েছে। তবে যাদের পরীক্ষা ছিল তাদের হল ছাড়ার দরকার নেই বলে জানানো হয়। সব পরীক্ষাও যথাসময় অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের।