পদ্মায় ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

পদ্মার শিমুলিয়া-কাওড়াকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিমুন্সীগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2016, 03:01 AM
Updated : 30 Dec 2016, 07:23 AM

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে প্রায় সাড়ে নয় ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৭টায় আর দৌলতদিয়া-পাটুরিয়ায় প্রায় চার ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক মো. জসিম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পদ্মায় হঠাৎ ঘন কুয়াশার নেমে আসে। খুব কাছেরও কোনো কিছু দেখা যাচ্ছিল না। এ অবস্থায় ফেরি বন্ধ রাখা হয়।

“কুয়াশা কেটে গেলে শুক্রবার সকাল সাড়ে ৭টায় আবার ফেরি চালানো শুরু করা হয়।”

সাড়ে নয় ঘণ্টা ফেরি বন্ধ থাকায় সকাল ৭টা পর্যন্ত দুই পারে সাত শতাধিক যানকে পার হওয়ার অপেক্ষায় থাকতে হয় বলে তিনি জানান।

দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

“চার ঘণ্টা পর কুয়াশা কেটে গেলে সাড়ে ৯টায় আবার ফেরি চালানো শুরু করা হয়।”

দৌলতদিয়া ঘাটে সকাল সাড়ে ৯টায় তিন শতাধিক যানকে পার হওয়ার অপেক্ষায় থাকতে হয় বলে তিনি জানান।