জেএসসি: কুমিল্লায় কমেছে পাসের হার, জিপিএ-৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2016, 11:31 AM
Updated : 29 Dec 2016, 11:31 AM

বোর্ডে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও পাস হার ও জিপিএ-৫ কমেছে বলে বৃহস্পতিবার ফল প্রকাশের সময় জানান কুমিল্লা শিক্ষাবোর্ডে কলেজ পরিদর্শক কায়সার আহমেদ।

তিনি জানান, এ বছর পাসের হার ৮৯ দশমিক ৬৮। যা গত বছর ছিল ৯২ দশমিক ৫১ শতাংশ।

এ বছর জিপিএ- ৫ পেয়েছে ১৯ হাজার ১৮৬ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ২০ হাজার ৭৪৭।

বোর্ডের ৪৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। তবে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই বলে জানান কায়সার আহমেদ।

তাছাড়া গত ৬ বছরের মধ্যে জেএসসি পরীক্ষার ফলাফলে এবার কুমিল্লা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

এ বছর বোর্ডে ২ লাখ ৫৮ হাজার ১৬ ৮জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের পাস করেছে ২ লাখ ৩১ হাজার ৫২৮ জন।

উত্তীর্ণদের মধ্যে ৯৮হাজার ৬৬৮ জন ছেলে ও ১ লাখ ৩২ হাজার ৮৬০ জন মেয়ে। মেয়েদের মধ্যে জিপিএ -৫ পেয়েছে ১২ হাজার ২৫ জন। আর ছেলেদের জিপিএ -৫ পেয়েছে ৭ হাজার ১৬১ জন বলে জানান তিনি।

ইংরেজীতে খারাপ করায় পাসের হার কমেছে বলে জানান পরিদর্শক কায়সার।