সাভারে তিন শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকার সাভারের বিভিন্ন বাড়িতে দেওয়া তিন শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিাতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2016, 08:58 AM
Updated : 29 Dec 2016, 08:58 AM

সাভার পৌর এলাকার উলাইল, কর্ণপাড়া ও কোর্টবাড়ি মহল্লায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাসের সাভার এলাকার বিক্রয় ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, কয়েক মাস আগে উলাইল, কর্ণপাড়া ও কোর্টবাড়ি এলাকায় ৩০ থেকে ৪০ হাজার করে টাকা নিয়ে বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় একটি চক্র।  

“খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাসের অন্তত ৫০ জন শ্রমিক গিয়ে মাটি খুঁড়ে তিন শতাধিক বাড়িতে দেওয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে পাইপ তুলে নেয়। অবৈধ অন্য সব সংযোগও পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে।”

সংযোগ বিচ্ছিন্ন করার সময় অবৈধ গ্যাস ব্যবহারকারীরা দলবেঁধে নীরবে দাঁড়িয়ে ছিল বলে জানান ব্যবস্থাপক সিদ্দিকুর।