নওগাঁ সীমান্ত থেকে একজনকে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2016, 12:31 PM
Updated : 28 Dec 2016, 12:52 PM

বুধবার সকালে দুলাল হোসেন মৃধাকে (৪৪) নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে। দুলাল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বতপুর গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে।

বিজিবি ১৪ ব্যাটালিয়ন পত্নীতলার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী রেজা জানান, দুলাল হোসেন ধামইরহাটের খয়েরবাড়ী গ্রামে মঙ্গলবার তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।

রেজা বলেন, বুধবার সকাল ৭টার দিকে তিনিসহ কয়েকজন সীমান্ত এলাকার মেইন পিলার ২৬৮ এর সাব পিলার ৫ এর কাছে ঘুরতে গিয়ে শূন্য রেখা অতিক্রম করেন। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ছোবড়া সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে দুলালের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে আসতে পারলেও দুলালকে আটক করে বিএসএফ।

এ ঘটনায় বিএসএফ ও বিজিবির ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে বলে জানান তিনি।